বেসরকারি বাসের ভাড়া লাফিয়ে বাড়তে চলেছে। করোনা মধ্যবর্তী সময়ে বাসে কম যাত্রী নিয়ে চলতে হবে। বাসে সর্বাধিক ২০জন যাত্রী তোলা যাবে, এমনটাই নিয়ম করা হয়েছে। ক্ষতি এড়াতে বাস ভাড়া দ্বিগুন করার সিদ্ধান্ত নিয়েছে বাস সংগঠনগুলি। বাসের ন্যূনতম ভাড়া এই মুহূর্তে ৭টাকা। তা বেড়ে ১৪টাকা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি জোনে বাস ভাড়া যা ছিল, তা দ্বিগুণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাসভাড়া ঠিক করবে বাস সংগঠনগুলি। এ ব্যাপারে সরকার নাক গলাবে না। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চলেছেন জয়েন্ট কাউন্সিলের নেতা তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। বাস ভাড়া শুরু হবে ১৪ টাকা দিয়ে। তারপর তা দ্বিগুন হবে প্রতি জোনে।





























































































































