করোনা কার্যত ভেঙেই দিয়েছে দেশের অর্থনীতি ইমারত৷ পরিস্থিতি সামাল দিতে এই সপ্তাহেই কেন্দ্র
আরও একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে৷ সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৩ লক্ষ কোটি বা তারও বেশি টাকার এই প্যাকেজ ঘোষণা করতে পারেন বৃহস্পতিবার ৷
কয়েক সপ্তাহ আগে করোনা-মোকাবিলায় জি-২০ সদস্য-দেশগুলি তাদের মোট GDP-র এক নির্দিষ্ট শতাংশ খরচের সিদ্ধান্ত নেয়৷ ভারতও সেই সিদ্ধান্ত মেনে প্যাকেজ ঘোষণা করছে৷ বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হচ্ছে এই প্যাকেজ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, নির্মলা সীতারমন যে প্যাকেজটি ঘোষণা করতে চলেছেন, তা আগের প্যাকেজের তুলনায় বড় অঙ্কের৷ শিল্প ক্ষেত্রকে চাঙ্গা করাই এই প্যাকেজের উদ্দেশ্য৷ গত মাসেই বণিকসভা CII একটি রিপোর্টে বলেছে, চলতি আর্থিক বছরে ভারতের GDP বৃদ্ধির হার ০.৯ থেকে ১.৫ শতাংশ হতে চলেছে৷ এই রিপোর্ট দেখেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ধারনা হয়,
এত খারাপ আর্থিক পরিস্থিতিতে শিল্পক্ষেত্রকে চাঙ্গা না করা গেলে ভবিষ্যতেও দেশের আর্থিক হারের বৃদ্ধি ঘটবে না৷ CII-এর রিপোর্টে বলা হয়, লকডাউন উঠে যাওয়ার পরে সব ক্ষেত্র স্বাভাবিক কাজ শুরু করতে পারলেও GDP বৃদ্ধির হার খুব বেশি হলে ১.৫ শতাংশ হতে পারে৷