করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬। গত ২৪ ঘণ্টায় আরও আটজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অন্যান্য কারণে করোনা আক্রান্ত ৭২ জন মারা গিয়েছেন। মঙ্গলবার, নবান্নে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১১০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। এই নিয়ে রাজ্যে মোট ২১৭৩ জন। এই মুহূর্তে ১৩৬৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান স্বরাষ্ট্রসচিব। রাজ্যের করোনা মুক্ত হওয়ার হার যথেষ্ট সন্তোষজনক বলে দাবি করেন তিনি। রাজ্যে সুস্থতার হার ২৮ শতাংশ বলে তিনি জানান।
স্বরাষ্ট্রসচিবের দাবি, রাজ্যে করোনার নমুনা পরীক্ষার বিগত কয়েকদিনে যথেষ্ট বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫২ হাজার ৬২২।