লকডাউনে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ১০০ দিনের কাজের কর্মীরা। তাদের কাজে ফিরিয়ে আনার বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে দেখছে বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও ১১ লক্ষ কিষান ক্রেডিট কার্ড সরকার দেবে বলে তিনি জানান। রেশনের নানা সমস্যা রয়েছে তা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বলেন যাদের ডিজিটাল রেশন কার্ড নেই, সাদা রেশন কার্ড রয়েছে, তারা কুপন দিয়ে রেশন নিতে পারবে। তবে তিন মাসের মধ্যে ডিজিটাল কার্ড করতে হবে।