নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার বিরোধীদের, বিশেষত বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। বললেন, বাংলার যারা বদনাম করছেন তাদের সম্পর্কে বলব, ঈশ্বর ওদের ক্ষমা করুন ওরা জানে না ওরা কি করছে! তারপরই মুখ্যমন্ত্রী বলেন, আমাদের চেয়ে তো মহারাষ্ট্রের অবস্থা খারাপ। কই উদাহরণ দিতে গিয়ে তো আমরা মহারাষ্ট্রের কথা তুলি না! আমরা তো তাদের পাশে দাঁড়াই, সলিডারিটি দেখাই। আর এরা সারাদিন শুধু টিকা টিপ্পনীতে রয়েছে। কাজের কাজ কিছু করছে না। ভোট এখন অনেক দেরি আছে। ভোটের জন্য করোনাকে হাতিয়ার করতে হবে? এটা ২০২০-র মে মাস, আর ভোট ২০২১ -এর মে মাসে। এতো তাড়াতাড়ি সব পেতে হবে! মুখ্যমন্ত্রীর কটাক্ষ।