Big Breaking : বহন ক্ষমতা পরীক্ষার জন্য বন্ধ হচ্ছে বিজন সেতু

0
1

বহন ক্ষমতা পরীক্ষার জন্য ৩ দিন বন্ধ থাকবে বিজন সেতু।১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার ব্যস্ততম সেতু। মঙ্গলবার কেএমডিএ এবং পুলিশের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়িয়াহাট কালিকাপুর দিয়ে ঘোরানো হবে গাড়ি। লকডাউন চলাকালীন হবে এই পরীক্ষা। যেসব গাড়ি গড়িয়াহাট থেকে রুবির দিকে যাবে, সেই গাড়ি গড়িয়াহাট মোড় থেকে যাদবপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে বাইপাসে উঠতে পারবে। অন্যদিকে রুবি থেকে এগিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড, যাদবপুর হয়ে গড়িয়াহাট যেতে পারবে গাড়ি। লকডাউন চলায় সাধারণ মানুষের সমস্যা হবে না বলেই ধারণা।