অশোকই শিলিগুড়ির প্রশাসক

0
1

কলকাতার পর শিলিগুড়ি পুর নিগমেরও মেয়াদ শেষ। গোটা রাজ্যে এই কর্পোরেশনটিই ছিল একমাত্র বামেদের দখলে। সোমবার উত্তরবঙ্গের একমাত্র এই পুর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের পদে বসানো হয়েছে মেয়র অশোক ভট্টাচার্যকে। ফিরহাদ হাকিমের পুর দফতর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। খোদ পুরমন্ত্রী কলকাতা পুরসভার মেয়রের মেয়াদ শেষ করে আপাতত প্রশাসকের দায়িত্ব পালন করছেন।