লকডাউনেও শ্রীরামপুরে খুলল শপিংমল-মার্কেট কমপ্লেক্স

0
1

লকডাউনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দোকান, বাজার এমনকী শপিং কমপ্লেক্স এবং সুপার মার্কেট খুলে গেল শ্রীরামপুরে। মঙ্গলবার, সকালে শ্রীরামপুরের বিপি দে স্ট্রিট, নেতাজি সুভাষ অ্যাভিনিউ, রাজেন্দ্র বাগ রোড সর্বত্র দেখা গিয়েছে ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখার চিহ্নমাত্র নেই। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে অরেঞ্জ জোনের কনটেইনমেন্ট এরিয়া ছাড়া দোকান খুলতে পারে। তবে সকাল আটটা থেকে বারোটা অবধি সেগুলি খোলা রাখা যাবে। কিন্তু বেশি লোক জড়ো হয় যেমন সুপার মার্কেট, শপিং মলে কোন মতেই দোকান খোলা যাবে না। কিন্তু তা সত্ত্বেও এই ছবি হুগলির শ্রীরামপুরে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ইউনিয়নের অনুমতি নিয়েই দোকান খুলেছেন তাঁরা। এদিন বহু টোটোকে যাত্রী নিয়ে ঘুরতে দেখা গিয়েছে।