বাইরে থেকে আজ ট্রেন ঢুকবে, গাইডলাইন রাজ্যের

0
1

আজ, মঙ্গলবার হাওড়া স্টেশনে ঢুকছে বাইরে থেকে আসা একাধিক ট্রেন৷ ভেলোর থেকে ১১৮৬ জনকে নিয়ে ট্রেনও রওনা দিয়েছে। এর মধ্যেই আছেন রোগী এবং রোগীর পরিবার৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যাঁরা ভিন রাজ্য থেকে আসছেন, তাঁদের কী ধরনের চিকিৎসা দেওয়া হবে, তার একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ট্রেন থেকে নামার পর সবারই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি কারও জ্বর বা অন্য উপসর্গ থাকে, তাহলে তাঁদের সেইমতো চিকিৎসা হবে। আজ বেঙ্গালুরু থেকেও একটি ট্রেন আসছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও এ ধরনের ট্রেন আসবে৷ পরিযায়ী শ্রমিক, পর্যটক, চিকিৎসা করাতে যাওয়া রোগী ও তাঁদের পরিবার, ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসবে। ঠিক হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই সব ট্রেনে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন সেন্টার বা হোম আইসোলেশনে থাকতে হবে।