সময়ে রেলের টিকিট বুকিং শুরু করা গেল না

0
1

রেলের বুকিং করার জন্য বিকেল চারটে থেকে আইআরসিটিসির পোর্টাল খোলার কথা ছিল। কিন্তু চারটে থেকে ট্রেনের টিকিট বুকিং শুরু করা যায়নি। অনুমান করা হচ্ছে একসঙ্গে কয়েক লক্ষ মানুষ পোর্টালে ঢুকতে চাওয়ার কারণেই সম্ভবত পোর্টালটি ক্র্যাশ করে গিয়েছে। সফটওয়্যারের কাজ চলছে। একটি সূত্রে খবর, সন্ধে ছ’টা নাগাদ বুকিং শুরু হতে পারে। তবে রেলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। তবে ঘটনা এটাই, বিকেল চারটে থেকে রেলের টিকিট বুকিং শুরু করা যায়নি। সকলেই বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন।