হেঁটে যাঁরা বাড়ি ফেরার চেষ্টা করছেন, তাঁদের অবিলম্বে আটকানোর নির্দেশ কেন্দ্রের

0
1

যে সকল পরিযায়ীরা এখনও ঘরে ফেরার জন্য কোনও ট্রেন বা বাস পায়নি। এবং ঘরে ফেরার উপায় হিসেবে যাঁরা হেঁটে রাস্তা দিয়ে কিংবা রেল লাইন ধরে বাড়ি ফেরার চেষ্টা করছে তাঁদের অবিলম্বে আটকাতে হবে।

এবং যেখানে আটকানো হবে তার নিকটবর্তী জায়গায় আপাতত ব্যবস্থা করতে হবে থাকা-খাওয়ার। করতে হবে স্বাস্থ্য পরীক্ষা। এবং ধাপে ধাপে তাঁদের বাস কিংবা ট্রেনে করে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট গন্তব্যে।

এই বিষয়ে নির্দেশ জারি করে রাজ্যগুলিতে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে চিঠি দিয়েছে কেন্দ্র।