উপসর্গ নেই, একমাসে সাত বার করোনা পজিটিভ পড়ুয়ার

0
1

করোনাভাইরাসের উপসর্গ নেই। অথচ এক মাসে সাতবার নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ এসেছে এক পড়ুয়ার। গুজরাতের বাসিন্দা ওই পড়ুয়া প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন।

মাস খানেক আগে বাবা-মাকে সঙ্গে নিয়ে করোনা পরীক্ষা করাতে যান তিনি। একমাস আগে পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু শরীরে কোনো উপসর্গ ছিল না। সাতবার পরীক্ষার পরও তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

গুজরাতের গোত্রী মেডিক্যাল অ্যান্ড হাসপাতালে ভর্তি রাখা হয়। সেখান থেকে পরে তাঁকে বডোদরা রেল ট্রেনিং ইনস্টিটিউট কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর করা হয়। ওই পড়ুয়া বলেন, “হাঁচি-কাশি, ক্লান্তি ভাব, মাথা ধরা কোনও সমস্যাই নেই। প্রথমদিন থেকেই একেবারে স্বাভাবিক আমি।”