করোনার জেরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইকুয়েডরের গোটা উপজাতি!

0
1

পরীক্ষা নেই। নেই চিকিৎসা ব্যবস্থাও। ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছে ইকুয়েডরের গোটা উপজাতি। এদিকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সারা বিশ্বের মতো কোভিড -১৯ এর দাপটে জেরবার ইকুয়েডর। এবার সেই দেশের সিয়েকোপাই উপজাতির আশঙ্কা সংক্রমণের জেরে বিলুপ্ত হয়ে যেতে পারে তারা।

বিপন্ন এই গোষ্ঠীর মধ্যে ৭৫০ জন মানুষ রয়েছেন।ইকুয়েডর-পেরু বর্ডারে একসঙ্গে থাকেন তাঁরা। তাঁদের মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। আতঙ্কিত হয়ে অ্যামাজনের গভীরে ইকুয়েডরের অন্যতম বৃহত্তম জলাভূমি লেগার্টোকোচায় আশ্রয় নিয়েছেন সিয়েকোপাইদের কয়েকজন।

গত মাসে সেখানে প্রথম মৃত্যু ঘটে একজন প্রবীণের।সিয়েকোপাই উপজাতির অভিযোগ, করোনা সংক্রমণের কথা প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, তাঁদের সাধারণ জ্বর হয়েছে। কোভিড হয়নি। এই অবস্থায় তাঁদের আশঙ্কা, মহামারির জেরে গোষ্ঠী বিলুপ্ত হয়ে যেতে পারে।