করোনা সংক্রমণের প্রভাব পড়েছে টলি পাড়াতেও। প্রায় দু মাস ধরে বন্ধ শুটিং। এই আবহেই এবার খুশির খবর শোনালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে টুইট করে অভিনেত্রী জানালেন তিনি অন্তঃসত্ত্বা।
খুশির খবর জানানোর জন্য নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিনটি বেছে নিয়েছেন। এদিন শুভশ্রী টুইটারে জানান, “দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে। আমরা প্রেগনেন্ট।” অভিনেত্রীর এই টুইটের পরে শুভেচ্ছা বার্তা ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
On the occasion of our 2nd marriage Anniversary ,we are happy to announce that we'll be having another hand to hold and another heart to love. We're pregnant! pic.twitter.com/hshNkuoAVP
— subhashree ganguly (@subhashreesotwe) May 11, 2020
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল মল্লিক। সেই রেশ কাটতে না কাটতেই আরও একটা খুশির খবর টলিপাড়ায়।