করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এ রাজ্যে চলছে লকডাউন । আজ সোমবার ৪৮ দিনে পড়ল লকডাউন । এর জেরে গোটা রাজ্যে সব খেলা বন্ধ আছে । এবার জরুরী অবস্থা ঘোষণার মধ্য দিয়ে সময়ের আগেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করল লাল-হলুদের বিনিয়োগকারী কোয়েস কর্প। সময়ের আগেই করোনার জেরে ‘ফোর্স ম্যাজুর’ শব্দ ব্যবহার করে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে তারা।
এরপরই খেলোয়াড়দের আবেদনের ভিত্তিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে অভিযোগ জানিয়েছে দ্যা ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া।
এমনকি আই লিগের বাকি ম্যাচ না খেলার জন্য বেতন না দেওয়া সম্ভব নয় বলে ফুটবলারদের জানিয়েছে ইস্টবেঙ্গল।
এফপিএআই-এর এক আধিকারিক বলেছেন, “ আমাদের কাছে ইতিমধ্যেই প্রায় ১২ জন অভিযোগ করেছেন। আমরা তাঁদের চুক্তিগুলি খতিয়ে দেখছি।
যদিও এফপিএআই ফুটবলারদের সমর্থন টুইটার হ্যান্ডেলে লিখেছে, “মহামারীর কারণ দেখিয়ে কোনও ক্লাব এভাবে খেলোয়াড়দের সঙ্গে অসময়ে চুক্তি শেষ করে দিতে পারে না। এই বিষয়টিতে পারস্পরিক সম্মতি থাকতে হবে এবং খেলোয়াড়দেরও এই বিষয়ে একমত হতে হবে”।
ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, স্পনসর কোয়েসের সিদ্ধান্ত মেনেই তাঁদের এভাবে চুক্তি শেষ করে দিতে হয়েছে। চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ফুটবলারদের বেতন দেওয়ার দায় কোয়েসের। ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, কোয়েসের সঙ্গে মে মাসের শেষ পর্যন্ত চুক্তি আছে তাঁদের। যদিও কোয়েস কর্তারা তাঁর আগেই দায় ঝেড়ে ফেলতে চাইছে।
কোয়েস এর সিইও সঞ্জিত সেন ইতিমধ্যেই চিঠি দিয়ে ইস্টবেঙ্গল কে জানিয়েছেন, ফুটবলারদের মে মাসের বেতন তারা দেবে না। এপ্রিলেই শেষ। এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন ফুটবলাররা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































