দেশে বাড়ছে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার

0
1

দেশের একাধিক রাজ্যে করোনা সংক্রমণের উল্লেখযোগ্য বৃদ্ধি সরকারকে চিন্তায় ফেললেও কোভিড রোগীদের সুস্থ হওয়ার হারও নতুন আশা জোগাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জাতীয় হিসাবে রবিবার রোগমুক্তির হার ছিল ২৬.৫৯ শতাংশ, তা এখন বেড়ে হয়েছে ৩১.১৪ শতাংশ। সোমবারের হিসাব অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। এই বৃদ্ধির হার আশাব্যঞ্জক বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।