পুলিশের গুলিতে নিহত কবাডি খেলোয়াড় অরবিন্দজিৎ সিং

0
1

পুলিশের গুলিতে নিহত হলেন কবাডি খেলোয়াড় অরবিন্দজিৎ সিং। বৃহস্পতিবার পাঞ্জাবের কাপুরথালায় ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, পুলিশ আধিকারিক পরমজিৎ সিং ও তার সহযোগী মঙ্গু জনা ছয়েক যুবকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরই গুলি চালান ওই পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় কবাডি খেলোয়ারের। অরবিন্দজিতের বন্ধু পারদ্বীপও গুলিবিদ্ধ হয়ে আহত হন। অরবিন্দের বন্ধুরা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

অরবিন্দজিৎ ছিলেন ইংল্যান্ড, কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। কাপুরথালার এসএসপি সতিন্দর সিং বলেন, গাড়ি রাখা নিয়ে বাকবিতণ্ডা হয় পুলিশ আধিকারিকের সঙ্গে। এরপর ওই পুলিশ আধিকারিক কাবাডি খেলোয়াড়কে গুলি করেন। পরমজিৎ সিং ও মাঙ্গুর বিরুদ্ধে অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়।