ফাঁড়া কাটল উদ্ধবের, থাকছেন মুখ্যমন্ত্রী

0
1

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্রের বিধান পরিষদে নির্বাচিত হতে চলেছেন ন’জন। তার মধ্যে একজন উদ্ধব ঠাকরে। ফলে মুখ্যমন্ত্রী থেকে যাচ্ছেন তিনি। ন’টি আসনের জন্য মনোনয়ন পড়ল বিজেপির চারটি, শিবসেনার দুই, এনসিপির দুই, কংগ্রেসের এক। ফলে সকলেই নির্বাচিত হবেন। কংগ্রেস দুটি আসন নিয়ে জেদ করলেও তারা একটি থেকে সরে আসায় জটিলতা কাটল। এড়ানো গেলো ভোটাভুটি।