সোমবার রাতে ফের চিতাবাঘের আতঙ্ক দেখা দিল কোচবিহার শহরে। কোচবিহার শহর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে নিউ এলাকায় একটি ছোট ডোবার পাশে দুটি চিতাবাঘ বাচ্চা সহ বসে থাকতে দেখেন বলে দাবি স্থানীয়দের। এলাকায় আতঙ্ক ছড়ায়। যদিও বনদফতর সূত্রে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য জানানো হয়নি। তবে চিতাবাঘ হতে পারে বলে অনুমান বনদফতরের কর্তাদের।
এদিকে স্থানীয়দের কথায় বাচ্চা সহ দুইটি বড় চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে শহরে। লকডাউনের জেরে এমনতেই সন্ধে পর থেকেই একপ্রকার শুনশান হয়ে যায় কোচবিহারের বিভিন্ন এলাকা। দেশবন্ধু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে গোটা কোচবিহার নিস্তব্ধ ম। তাই খাবারের জন্য বন্যপ্রাণীরা শহরে ঢুকতে পারে যেকোনও সময়ে। সেক্ষেত্রে কোচবিহার শহরের চিতাবাঘের ঢোকার আশঙ্কা রয়েছে।





























































































































