অনলাইন টিকিট: শুরুর পনেরো মিনিটের মধ্যে শেষ প্রথমদিনের টিকিট

0
1

মঙ্গলবার থেকে বিশেষ ট্রেন চালাবে কেন্দ্র। অনলাইনে টিকিট কাটা শুরু হয়েছিল সোমবার সন্ধে ছটা থেকে। আইআরসিটিসি সূত্রে খবর, ১৫ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল দিল্লি হাওড়া রুটের ট্রেনের টিকিট প্রথমদিনের টিকিট।

প্রথমে কথা ছিল চারটে থেকে অনলাইনে টিকিট কাটা যাবে। কিন্তু তারপর যান্ত্রিক সমস্যার কারণে ছটা থেকে অনলাইন পরিষেবা চালু হয়। এখন কোনও রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে না। টিকিট কাটতে হচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। এজেন্টদের অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে ছটার সময় টিকিট কাটা শুরু হওয়ার প্রথম ৫ মিনিটে শেষ হয়ে যায় এসি ফার্স্ট ক্লাসের টিকিট। এরপর সাত মিনিটের মাথায় শেষ হয়ে যায় এসি ট- টিয়ারের টিকিটও। প্রথম ১৫ মিনিট এই হাওড়া থেকে দিল্লি যাওয়ার এবং দিল্লি থেকে ফেরার প্রথমদিনের সব টিকিট বুকিং হয়ে যায়। আগামী সাতদিনের টিকিট কাটা যাবে, তার বেশি টিকিট কাটা যাবে না। রেল সূত্রে খবর, প্রতিদিনের টিকিটই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। রাজ্যের প্রথম ট্রেন ছাড়বে মঙ্গলবার বিকেল পাঁচটা ৫মিনিটে হাওড়া থেকে।