টি-সিরিজের কেয়ারটেকার করোনা আক্রান্ত, বন্ধ হল অফিস

0
12

এবার করোনার হানা টি-সিরিজ দফতরে। যার জেরে বন্ধ করা হল প্রোডাকশনের অফিস। জানা গিয়েছে, দফতরের কেয়ারটেকার করোনা আক্রান্ত হন। এরপরই বন্ধ করে দেওয়া হয় ওই অফিস।