করোনা টেস্টের সংখ্যা বাড়ার ফলেই ভারতে এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি ঘটছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও তা গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন কোনওভাবেই নয়। আশার কথা, ভারতে এখনও পর্যন্ত করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তা যাতে না হয় সেজন্যই লকডাউন সফল করার উপর জোর দেওয়া হচ্ছে। প্রত্যেক ব্যক্তিকেও নিজের স্বার্থেই সুরক্ষাবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। টেস্টের সংখ্যা যত বাড়বে তত দ্রুত সংক্রমণ ধরা পড়বে এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বাড়বে। সোমবার বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।































































































































