দীর্ঘ লকডাউনের সাধারণ গরিব মানুষদের যাতে খাদ্যের সমস্যা না হয়, সে কারণে সরকার, বিরোধী, রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা, সকলেই মানবিকতার উদাহরণ তুলে ধরে অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, একজন মানুষও যেন অভুক্ত না থাকে।
কিন্তু তারই মাঝে এক ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। লকডাউন পর্বে নাকি তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেতা দেবের আপন জ্যাঠতুতো ভাইয়ের বাড়িতে দু-দিন হাঁড়ি চড়েনি। দেবের মেজ জ্যাঠা বিষ্ণুপদ অধিকারীর ছেলে বিক্রম অধিকারী এমনই জানিয়ে ছিলেন।
বিক্রমের আরও বড় অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে ত্রাণের খাদ্য-সামগ্রী চেয়েও নাকি পায়নি সে। এমন কথা কানে আসতে অবশ্য এক মুহূর্ত দেরি করেননি দেব। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে কেশপুরের পৈতৃক ভিটেয় থাকা কাকিমা, ভাই ও পরিবারের অন্যদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘাটালের তৃণমূল সাংসদ।
টুইট করে এই গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি দেব জানান, কেশপুরের মহিষদা গ্রামের বাড়িতে রেশন পৌঁছে গিয়েছে। একটি ছবিও টুইট করেন টলিউডের সুপার স্টার। তাতে দেখা যাচ্ছে দেবের প্রতিনিধি হিসেবে দুই ব্যক্তি তাঁর মেজ জ্যেঠুর ছেলের হাতে রেশনসামগ্রী তুলে দিচ্ছেন।
Dhonnobad amake ei khabar dewar jonno..sakalei ration ponche geche..
Dukhitoh puro ghatonar jonno ?? pic.twitter.com/T413nDmBDg
— Dev (@idevadhikari) May 10, 2020