সড়ক নির্মাণ ঘিরে বিবাদ, সীমান্ত বাহিনী মোতায়েন নেপালের

0
3
নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি

মানস সরোবর পর্যন্ত তীর্থযাত্রা সুগম করতে নতুন সড়ক তৈরি করেছে ভারত সরকার। কিন্তু তা নিয়ে ক্ষুব্ধ নেপাল সরকার। তাদের বক্তব্য দেশের সার্বভৌমত্বে আঘাত করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি।

সংবাদমাধ্যমকে নেপালের বিদেশমন্ত্রী বলেছেন, “নেপালের জমিতে সড়ক তৈরি করেছে ভারত। দু’দেশের মধ্যে যে চুক্তি তা লঙ্ঘন করছে ভারত।” ১৮১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের তৎকালীন রাজার মধ্যে স্বাক্ষরিত সুগাউলি চুক্তিতে সাফ বলা হয়েছে মহাকালি নদীর পূর্বের অংশ নেপালের। তিনি আরও বলেন, “সীমান্তে এককভাবে ভারত কোন পদক্ষেপ করবে না বলেই আমাদের আশা। তবে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তুলনায় আমাদের সেনা অনেক কম। তাই অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা ভাবছি।”
প্রসঙ্গত, গত সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানস সরোবর যাওয়ার সড়কটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নতুন ৮০ কিলোমিটার রাস্তাটির মাধ্যমে মানস সরোবর যাওয়া যাবে এক সপ্তাহেই। এরপরই আপত্তি তোলে নেপাল সরকার।