মাত্র তিন মিনিটেই শেষ প্রথম দিনের হাওড়া-দিল্লি স্পেশাল ট্রেনের। যা রেলের ইতিহাসে রেকর্ড। স্পেশাল ট্রেনে যাত্রী সংখ্যা ১০৭২। এই ট্রেনের টিকিট। টিকিটের দাম জানেন কী?
১. এসি ফার্স্ট ক্লাসে দুটি কোচ, ৪০ জন যাত্রী। ভাড়া ৪৫৯৫
২. এসি সেকেন্ড ক্লাসের ৫টি কোচ, মোট যাত্রী ২৪০জন। ভাড়া ২৭০০
৩. এসি থ্রির ১১টি কোচে মোট যাত্রী ৭৯২। ভাড়া ১৯০০টাকা































































































































