আর ১৪ দিন নয়, মেয়াদ বাড়ল হোম আইসোলেশনের

0
1

গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দিনের পর দিন দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মাঝে পরিযায়ীদের ঘরে ফেরানোর প্রক্রিয়া চালু হয়েছে। তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার।

তাই এখন থেকে হোম আইসোলেশনে থাকার দিনের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। আজ, সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে এই সংক্রান্ত নতুন একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্রের নতুন এই বিধি অনুযায়ী এতদিন করোনা আক্রান্তের সংস্পর্শে এলে ১৪ দিনের হোম আইসোলেশনে থাকতে হত। সেই নিয়ম পরিবর্তন করে কেন্দ্র জানিয়ে দিয়েছে এবার থেকে আর ১৪ নয়, ১৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে।

তবে আক্রান্তের সংস্পশের আসার পর যদি জ্বর বা কোনও উপসর্গ না আসে সেক্ষেত্রে ১০ দিন হোম আইসোলেশনে থাকলেই চলবে। এছাড়া হোম আইসোলেশনে থাকার পর নতুন করে আর টেস্ট করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

হোম আইসোলেশনে থাকা ব্যক্তিকে সেবা করার সময় সেবা প্রদানকারীকে সেই ঘরে তিন লেয়ারের মাস্ক পড়তে থাকতে হবে। পাশাপাশি, ওই রোগীকেও সবসময় তিন লেয়ারের মাস্ক পড়ে থাকতে হবে। সেই মাস্কগুলি ৮ ঘণ্টা পরপর পরিবর্তন করার নির্দেশ জারি করা হয়েছে।