হাত পাতলেই মিলবে স্যানিটাইজার। আবার হাত সরিয়ে নিলে বন্ধ। এমন স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেছেন বাঁকুড়ার বাসিন্দা বিপুল কুন্ডু। প্রায় ৪৫ দিনের চেষ্টায় এই স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেছেন তিনি।
ইলেকট্রনিক্সে ডিপ্লোমা বিপুলের। পেশা ইলেকট্রিক্যাল ওজোন যন্ত্র মেরামতি। কিন্তু এই লকডাউনের বাজারে কাজ বন্ধ। তাই সময়কে কাজে লাগিয়ে বানিয়ে ফেলেছেন স্যানিটাইজিং মেশিন। একটি মেশিনে জীবাণুনাশক দ্রবন রয়েছে। হাত পাতলে স্প্রে আকারে বেরোবে। অন্যটিতে রয়েছে তরল স্যানিটাইজার। হাত পাতলে জলের মতোই টপটপ করে পড়বে। প্রথমটি তৈরি করতে খরচ হয়েছে ৩ হাজার টাকা। অন্যটি আড়াই হাজার টাকা। বিপুল জানিয়েছেন, ইতিমধ্যেই বরাত পেতে শুরু করেছেন তিনি। চাহিদা বাড়লে বাণিজ্যিকভাবে আনবেন এই মেশিন।