স্কুলের শিক্ষকশিক্ষিকাদের নিয়ে প্রাক্তনীদের স্মৃতির অভিনব ই-বই

0
3

স্কুলের প্রাক্তনীদের কলমে শিক্ষকশিক্ষিকাদের স্মৃতিচারণ।

ই-বই: ‘তারাই স্কুলের আসল তারা’।
https://ereaders.co.in
স্কুলজীবন এক সোনালী স্মৃতি। এই ই-বইতে এক একটি স্কুলের প্রাক্তন কোনো ছাত্র বা ছাত্রী কলম ধরেছেন তাঁর দেখা কোনো বর্ণময় চরিত্রকে নিয়ে। সম্পাদনা করেছেন পার্থসারথি সাহা।
যদি অন্যান্য স্কুলের কোনো প্রাক্তনী তাঁদের স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকাকে নিয়ে লিখতে চান, তিনি ই-বইতে উল্লেখিত ই-মেলের পাশাপাশি এই নম্বরে হোয়াটসঅ্যাপে সম্পাদকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন- 8981609498 .

দুটি কথা। এক, স্কুলের সব শিক্ষকশিক্ষিকার প্রতিই শ্রদ্ধা। তবে লেখার জন্য একটি চরিত্রকে বেছে নিতে বলা হয়েছে।
দুই, ছবি ব্যবহার করা হয় নি। কারণ লকডাউনে সব শিক্ষকের ছবি সংগ্রহ সময়সাপেক্ষ ও কঠিন। তাছাড়া বহু জায়গায় নেট শ্লো। তাই ফাইলটি বেশি ভারি করার ঝুঁকি নেওয়া হয় নি।

ই-রিডার্স ধন্যবাদ দিচ্ছে টাকি বয়েজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন কলকাতা এবং আমরা প্রাক্তনীকে ( ফোরাম ফর অ্যালুমনিজ)।

আশা করি শিক্ষকশিক্ষিকাদের নিয়ে একসময়ের ছাত্রছাত্রীদের কলমের সংকলন ভালো লাগবে।