রাজ্যের সরকারের উচিৎ অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকা। শুধু তাই নয়, বিভিন্ন দফতরের অধিকারিক, এমনকী সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও সামিল করা উচিত। সোমবার এমন এমন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “এ রাজ্যে করোনা আটকানো যায়নি। ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের কাছে খবর, মৃতের সংখ্যা প্রায় ২০০। মুখ্যমন্ত্রী শুধু কেন্দ্রের কাছে টাকা চাইছেন। উনি এ
রাজ্য ক্লাবগুলিকে ১৩০০ কোটি অনুদান দিতে পারেন, আর করোনা মোকাবিলায় মাত্র ২০০ কোটি?”
কেন্দ্রের প্রকল্প গুলো অবিলম্বে প্রয়োগ করা উচিত রাজ্যের।তাতে সরকারের খরচও কম হবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।





























































































































