পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দাবিতে বিক্ষোভ ডিওয়াইএফআই-এর

0
3

অবিলম্বে রাজ্যের তথা মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে এবং সেটাও বিনা খরচে- এই দাবিতে সোমবার সকাল দশটা নাগাদ বহরমপুর প্রশাসনিক ভবনের গেটের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান মুর্শিদাবাদ জেলা ডিওয়াইএফআই-এর কর্মীরা।

তাঁদের দাবি, পরিযায়ী শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, যে সব পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, পুণ্যার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে, তাঁদের সরকারিভাবে চোদ্দোদিনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। তাঁদের প্রত্যেকের টেস্টও করাতে হবে।
প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। দাবি খতিয়ে দেখার আশ্বাসের পরে বিক্ষোভ উঠে যায়।