ইমামদের আর্জি মেনে লকডাউন বাড়ানো উচিত মুখ্যমন্ত্রীর: রাহুল সিনহা

0
1

“আগে মানুষ বাঁচুক, তারপর উৎসব”। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লকডাউন বাড়ানোর আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশন। কেন্দ্র তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। তার আগে রাজ্য সরকার ২১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বানিয়েছে। আগামী ২৫ মে ঈদ। কিন্তু সেকথা মাথায় না রেখে মুখ্যমন্ত্রী যেন আরও কিছুদিন লকডাউন বাড়িয়ে দেন, অন্তত ৩১ মে পর্যন্ত যাতে লকডাউন বৃদ্ধি করা হয় সে ব্যাপারে আবেদন করা হয় ইমামদের পক্ষ থেকে।

মুখ্যমন্ত্রীকে ইমামদের করা সেই আবেদনকে এবার সমর্থন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “বাংলার ইমামরা খুব সময়োপযোগী আবেদন করেছেন। তাঁদের এই দাবি সমর্থনযোগ্য। মুখ্যমন্ত্রীর অবিলম্বে বিষয়টি বিবেচনা করে লকডাউন বাড়ানো উচিত।”

দেখুন ভিডিও…