কলকাতা মেডিক্যাল কলেজকে করোনার “টার্সিয়ারি” হাসপাতাল ঘোষণা

0
1

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি মিলিয়ে রাজ্যে বর্তমানে ৬৭টি কোভিড হাসপাতাল রয়েছে। তার মধ্যে প্রধান এবং চূড়ান্ত অর্থাৎ “টার্সিয়ারি” হাসপাতাল ঘোষণা করা হল কলকাতা মেডিক্যাল কলেজকে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে একথা ঘোষণা করা হয়েছে।

১০০০ কোভিড শয্যা বিশিষ্ট কলকাতা মেডিক্যাল কলেজ এখন থেকে কোভিডের প্রধান (টার্সিয়ারি) হাসপাতাল হিসেবে চিহ্নিত হল শহর তথা রাজ্যে।