এটা লকডাউনের বাসের চিত্র!

চন্দন বন্দ্যোপাধ্যায়

0
1

লকডাউনের শহর। তার মাঝে বাস চলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু “এখন বিশ্ববাংলা সংবাদ”-এর ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ল, তা শুধু আতঙ্কের নয়, ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হতে হচ্ছে।

শুধু একটি সরকারি বাসই যে দৃশ্য তুলে ধরেছে সেটা দিয়ে শহরের বাকিটা উপলব্ধি করার পক্ষে যথেষ্ট। চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে যাচ্ছিল সরকারি বাস S-9A. গাড়ির নম্বর WB 05 2175. একের পর এক যাত্রী উঠছেন। কোথায় সোশ্যাল ডিসট্যান্স? এতটাই ভিড় যে একে অন্যের ঘাড়ে এসে পড়ছেন। সাবধানতা বলতে শুধু কারওর মুখে মাস্ক, কারওর মুখে বাঁধা রুমাল। বাসের মধ্যে পাশাপাশি সিটে বসে যাত্রীরা। দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য যাত্রী। আর বাসের বাইরে মানুষ বাদুড় ঝোলা। চালক-কন্ডাক্টর ভ্রূক্ষেপহীন। তাঁরাই বা তুলছেন কোন সাহসে? ২০জন প্রতি বাসে, এই সিদ্ধান্ত গেল কোথায়? আর রাস্তার চিত্র? লকডাউন বলে অন্তত মনে হচ্ছে না।

চিকিৎসকরা যখন বলছেন, এই সময়টা কমিউনিটি স্প্রেডিংয়ের সময়, তখন এটা কোন চিত্র বয়ে নিয়ে আসছে? এই চিত্র আর যাই হোক কখনই নিরাপদ চিত্র নয়। এ চিত্র রাজ্যের আশঙ্কা, আতঙ্ক এবং অনিশ্চয়তার অশনি সঙ্কেত বয়ে নিয়ে আসছে না তো!