মর্মান্তিক! কলকাতা থেকে হেঁটে খড়গপুর, ট্রাকের ছায়ায় জিরোতে গিয়ে পিষ্ট!

0
1
প্রতীকী ছবি

আর এক মর্মান্তিক কাহিনি। ক্লান্ত, অবসন্ন পরিযায়ী শ্রমিক ট্রাকের ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে পিষ্ট হয়ে মারা গেলেন।

ঘটনা খড়গপুরের। সোমবার কুমার পতি নামে এক শ্রমিক কলকাতা থেকে হাঁটা শুরু করেন। খড়গপুর সদর বিধানসভায় পৌঁছলে খিদে এবং রোদে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন। আর ছায়া পেতে একটি ট্রাকের তলায় আশ্রয় নেন। ট্রাক চালক বুঝতেই পারেননি তাঁর গাড়ির তলায় কেউ শুয়ে আছেন। ট্রাক চালাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় কুমার পতির। তাঁর বাড়ি পুরুলিয়ায় বলে জানা গিয়েছে। কিন্তু কোথায় কাজ করতেন, বা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।