কোচবিহারে পরীক্ষা ছাড়াই হোম কোয়ারেন্টাইনে পরিযায়ী শ্রমিকরা!

0
1

অন্য জায়গা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কোনও পরীক্ষা ছাড়াই হোম কোয়ারান্টাইনে রাখল কোচবিহার প্রশাসন। সিদ্ধান্তে ক্ষুব্ধ বাসিন্দারা। বর্ধমান থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ৫ টি গাড়িতে করে ১৪৪ জন পরিযায়ী শ্রমিক ফিরলেন তুফানগঞ্জে। তাঁদের তুফানগঞ্জ সানফলা ব্রিজ সংলগ্ন একটি পেট্রল পাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের পুলিশ প্রশাসন নিজ নিজ এলাকায় পাঠায়। বাড়িতেই হোম কোয়ারাইটিনে থাকতে বলা হয়েছে। তাঁরা সকলেই তুফানগঞ্জের দেওচরাই, বালাভুত, নাটাবারি, চিলাখানা এলাকার বাসিন্দা।

তবে শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি ভালো চোখে দেখছেন না তুফানগঞ্জের বাসিন্দারা।প্রত্যেকেরই লালারস পরীক্ষা এখনও হয়নি। তার আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়া কতখানি যুক্তিযুক্ত হল? তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁরা যদি এলাকায় ঘুরে বেড়ান এবং কারো মধ্যে যদি কোনরকম ভাবে সংক্রমণ হয় তাহলে এলাকাও সংক্রমিত হবে বলে আশঙ্কা।