শেষ ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৩ জন। এই নিয়ে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট কোভিড-১৯ পজিটিভ রোগী হলেন ১,৯৩৯ জন।
এর রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৩৭ জন। ইতিমধধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৪১৭ জন রোগী। মৃত্যু হয়েছে ১১৩ জনের। রাজ্যে ৭২ জনের মৃত্যুর পর তাঁদের করোনা রিপোর্ট মিলেছিল বলে আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল।





























































































































