কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আবেদন করাতেই বাংলার জন্য আটটি ট্রেন বরাদ্দ করা হয়েছে। দাবি করলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তাঁর মতে, এই ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের বা ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যবাসীকে ফিরিয়ে আনা হবে। তবে অধীর এর মতে, আটটি ট্রেন পর্যাপ্ত নয়, আরও ট্রেনের প্রয়োজন হবে।
ভিন রাজ্যে আটকে থাকা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য আরও ৮টি ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, ” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের দুরবস্থার কথা জানানোর পর, উনি বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, যারফলে আরও ৮টি ট্রেন মুখ্যমন্ত্রী রাজ্যে ঢোকার অনুমতি দেন, কিন্তু যে পরিমাণ পরিযায়ী বাইরে আছেন, সে তুলনায় ৮টি ট্রেন কিছুই নয়। আরও ট্রেনের দাবি করছি”।
এরপর অভিযোগের দুটি অধীর চৌধুরী বলেন, “আমরা বাংলার পরিযায়ী মানুষদের যে তালিকা তৈরি করেছিলাম তা সব রাজ্যগুলোকে দিয়েছি, বাংলার মুখ্যমন্ত্রীকেও পাঠিয়েছি।
ট্রেন পর্যাপ্ত, ট্রেনের কোনও কমতি নেই। শুধু ট্রেন পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দিলেই তাঁরা সবাই ঘরে ফিরতে পারবেন”।