ভারতের নয়া স্ট্রাটেজি। পাকিস্তানকে হুমকি এবং চমকিতে রাখার জন্য এবার পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালুচিস্তান ও মুজাফ্ফরাবাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া শুরু করল মৌসম ভবন। এবারের ঘুরিয়ে নয়, সরাসরি ইমরান খান সরকারকে বার্তা দিতে চাইছে নয়াদিল্লি। আর এই স্ট্র্যাটেজির মূলে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছিল তিন মাস আগে, ফেব্রুয়ারি মাসে। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর রাজিন্দর খান্নার অফিসের বৈঠকে ৩ফেব্রুয়ারি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবরা, ইন্টেলিজেন্স ব্যুরোর কর্তা ও বিদেশমন্ত্রকের সচিবরা। গত সপ্তাহে এই বিষয়টিতে সরকারি সিলমোহর পড়ার পর এবার পাক অধিকৃত কাশ্মীরের ওই তিন জায়গার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া শুরু করছে নয়াদিল্লি। লক্ষ্য একটাই পাকিস্তানকে বোঝানো ওই এলাকা ভারতের এলাকা। যে কোনও মূল্যে তার সার্বভৌমত্ব রক্ষা করবে নয়াদিল্লি। ইতিমধ্যে দূরদর্শনকে খবরের সময় পাক অধিকৃত কাশ্মীরের জায়গাগুলির আবহাওয়ার পূর্বাভাস দিতে বলা হয়েছে। বেশ কিছু বেসরকারি খবরের চ্যানেলেও ওই জায়গার আবহাওয়ার কথা জানানো হচ্ছে। আবহাওয়ার মানচিত্র দেখানোর সময় জম্মু-কাশ্মীরের পুরো এলাকাকে একসঙ্গে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে দূরদর্শনকে।
জম্মু-কাশ্মীরে বেআইনিভাবে দখল করে রাখা ৮৬ হাজার বর্গকিলোমিটার যে আদতে ভারতের, সেই বার্তাই দিতে চায় নয়াদিল্লি। আর একটি বার্তা দিতে চায় চিনকেও। এই পথেই পাক-চিনের ইকনমিক করিডোর রয়েছে। ব্যবসার জন্য বছর কয়েক আগে এই করিডোর ব্যবহার করতে চেয়ে চিন ভারতকে যুক্ত হতে বলে। কিন্তু ভারত আপত্তি জানায়। পাল্টা চিন জানায়, এই আপত্তির কারণে জম্মু কাশ্মীর নিয়ে সমস্যা কিছুতেই মিটবে না। তাই পরোক্ষে চিনকেও কড়া বার্তা দেওয়াও উদ্দেশ্য।
Comprehensive weather report from across the entire territory of India. Click on the link for complete weather report. https://t.co/owMyKfURdD pic.twitter.com/63Efu375VY
— Prasar Bharati News Services (@PBNS_India) May 8, 2020