করোনা-সংক্রমণ এখনও বহাল৷ এই পরিস্থিতিতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া এখনই সম্ভব নয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে এ কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, করোনাভাইরাস নিয়ে এ রাজ্যের সীমান্ত এলাকায় পুরোদস্তুর আতঙ্ক রয়েছে। পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যাওয়া এবং ফিরে আসার অনুমতি এখনই দিলে সীমান্ত-সংলগ্ন এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক এবং উত্তেজনা তৈরি হতে পারে। মুখ্যসচিব লিখেছেন, করোনার প্রকোপ থেকে এখনও মুক্ত নয় প্রতিবেশী রাষ্ট্রও। তাই এই রাজ্য তথা দেশের নাগরিকদের স্বার্থেই রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া এখনই সম্ভব নয়।পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যাতায়াত করতে না দিলেও রাজ্য সরকার ওই দেশের নাগরিকদের দেশে ফিরে যাওয়ায় আপত্তি জানায়নি। বনগাঁয় পেট্রাপোল সীমান্ত দিয়ে গত দু’দিন ধরে তাঁরা ফিরে যাচ্ছেন৷
প্রসঙ্গত, গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে ভারত-বাংলাদেশ স্থলবন্দরে রাজ্যের অনুমতি না মেলায় আটকে থাকা পণ্যবাহী গাড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বৈদেশিক বাণিজ্যের স্বার্থের কথাও চিঠিতে বলেন। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় পণ্যবাহী গাড়ি যাতে ফিরতে পারে, সে জন্যও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব নির্দেশও দেন মুখ্যসচিবকে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সেই চিঠির জবাবেই মুখ্যসচিবের এই চিঠি।





























































































































