করোনা নিয়ে জেরবার সারা বিশ্ব। এরই মধ্যে রাশিয়ায় চিকিৎসকদের আত্মহত্যা উদ্বেগ আরও বাড়াচ্ছে। জানলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হচ্ছেন একের পর এক চিকিৎসক। সংশ্লিষ্ট দেশের চিকিৎসকদের আশঙ্কা, অত্যাধিক কাজের চাপে এই ঘটনা ঘটছে।
জানা গিয়েছে, গত দুসপ্তাহে রাশিয়ার তিনজন চিকিৎসক হাসপাতালের জানালা দিয়ে লাফ দিয়েছেন। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিকিৎসকরা। রাশিয়ায় করোনা আক্রান্ত প্রায় ২ লক্ষ। মৃতের সংখ্যা প্রায় ১৮০০। দেশের করোনা পরিস্থিতি সামলাতে নাজেহাল অবস্থা চিকিৎসকদের। এই অবস্থায় প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে নেমে তাই অনেক চিকিৎসকদের মানিয়ে নিতে পারছেন না। কাজের চাপে চিকিৎসকরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। তাই বাড়ছে আত্মহত্যার প্রবণতা।