পরিযায়ীদের ফেরানো নিয়ে বিতর্ক এড়ালেন স্বরাষ্ট্রসচিব

0
1

পরিযায়ীদের ঘরে ফেরানো নিয়ে বিতর্কের ধার দিয়ে গেলেন না রাজ্যের স্বরাষ্ট্রসচিব। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে কেন্দ্র-রাজ্যের রাজনৈতিক তরজার আবহের মধ্যে বিকেলে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিযায়ী শ্রমিক ও ভিন রাজ্যে বা দেশে আটকে পড়াদের ফেরানোর বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা বলেই বৈঠক ছাড়েন তিনি। সরকারি তরফে কী কী ব্যবস্থা করা হয়েছে শুধু এটুকুই জানান তিনি। এবিষয়ে কোনও প্রশ্নোত্তরে না গিয়েই বৈঠক শেষ করেন স্বরাষ্ট্রসচিব।