মহম্মদ রফিকের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করা শুধু সময়ের অপেক্ষা । এই লকডাউন পর্বে কিছুদিন আগে পর্যন্ত দলবদল নিয়ে কোনও খবর ছিল না ময়দানে।
মহম্মদ রফিকের লাল হলুদে ফেরা নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর, সেই গুঞ্জন সত্যি হতে চলেছে।
শেহনাজ সিং, কেভিন লোবো, বিকাশ জাইরুদের পর আরেক প্রাক্তনী মহম্মদ রফিককে কার্যত পাকা করার পথে লাল-হলুদ।
২০১৪-১৮ চার মরশুম ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঝমাঠের দায়িত্ব সামলেছেন রফিক। ইস্টবেঙ্গলে খেলার পাশাপাশি লোনে এটিকে’তে দু’টি মরশুম খেলেছিলেন তিনি। যারমধ্যে প্রথম মরশুমে আইএসএল ফাইনালে তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। ২০১৬ তে লোনে কেরালা ব্লাস্টার্সের হয়েও আইএসএল খেলেন রফিক। এরপর ২০১৮ আই লিগ ছেড়ে পাকাপাকিভাবে মুম্বই সিটি এফসিতে যোগদান করেন তিনি। সেখান থেকেই ফের পুরনো ক্লাবে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করার পথে রফিক।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































