Sliderমহানগর করোনা-আক্রান্ত আরজিকরের এক নার্স, কোয়ারেন্টাইনে ৩ চিকিৎসক ও ৭ নার্স By EBBS Desk - May 9, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp ফের করোনা-কোপে স্বাস্থ্য কর্মী। এবার আক্রান্ত হলেন আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক নার্স । CCU-তে ডিউটি করতেন ওই নার্স। এর জেরে ওই হাসপাতালের ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে প্রত্যেকের৷