পারিবারিক অশান্তি: স্ত্রী-কন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ

0
1

লকডাউনে গার্হস্থ্য হিংসা বাড়ছে- সমীক্ষায় এই তথ্য উঠে এসেছিল। আর তার জ্বলন্ত প্রমাণ মিলল উত্তর 24 পরগনার সোদপুরে।

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোদপুরের প্রিয় নগরে। অভিযোগ, শনিবার পেশায় আইনজীবী অনিল হেলার সঙ্গে তাঁর স্ত্রী সঙ্গীতার বচসা বাধে। দীর্ঘক্ষণ অশান্তি চলার পরে সঙ্গীতা ও তাঁদের 15 বছর মেয়েকে দরজার ডাঁসা দিয়ে পেটাতে শুরু করেন অনিল। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সঙ্গীতা ও নেহা হেলা। তাঁদের বলরাম সেবা সদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। খড়দহ থানার পুলিশ অনিল হেলা, তাঁর বাবা ও ভাইকে গ্রেফতার করেছে।