মুম্বইয়ের পুনরাবৃত্তি হল গুজরাতের সুরাটে। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে ফের উত্তপ্ত সুরাট। বাড়ি ফেরার দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। তাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবুও পাথরের ঘায়ে জখম হন দুজন পুলিশ কর্মী। বিক্ষোভের জেরে অন্তত ১০০ জন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, এনিয়ে চারবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হল সুরাট।