গালে সাদা দাড়ি, নয়া লুক ধোনির

0
1

লকডাউনে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন সেলিব্রিটিরা। সেই ছবি বারবার তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সামনে এলো মহেন্দ্র সিং ধোনির ছবি। রাঁচির ফার্মহাউসে মেয়ে জিভার সঙ্গে সময় কাটাচ্ছেন মাহি। আর এই ছবিতেই তাকে দেখা গেল একেবারে নতুন লুকে। একগাল সাদা দাড়িতে মহেন্দ্র সিং ধোনি।

ইনস্টাগ্রামে আপলোড করা হয় ওই ভিডিও। মেয়ে জিভাকে নিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা যায় তাঁকে। সঙ্গে রয়েছে পোষ্য। তবে ভিডিওতে খুব বেশি হলে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে মাহিকে। তাতেই চমকে গিয়েছেন নেটিজেনরা। সাদা দাড়িতে প্রাক্তন অধিনায়কের নতুন লুক। ধোনিকে এমন চেহারায় এর আগে দেখেননি ক্রিকেটপ্রেমীরা।