করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিন সপ্তাহ পর প্রকাশ্যে এসেছেন তিনি। আর তারপরই করোনা পরিস্থিতি নিয়ে একের পর এক রাষ্ট্রনেতাদের চিঠি দিচ্ছেন।
বেজিং দক্ষতার সঙ্গে করোনাভাইরাস কে নিয়ন্ত্রণ করেছে। প্রশংসা করে চিঠি লিখেন কিম। এরপর চিঠি পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সূত্রের খবর, চিনের প্রেসিডেন্ট জিনপিংকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিম। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে, কিম জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য চিঠি লিখছেন কিম। কারণ, উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত নির্ভরশীল বৈদেশিক বাণিজ্যের উপর। এক্ষেত্রে চিনের উপর বেশি নির্ভরশীল কিমের দেশ। কিন্তু করোনা পরিস্থিতিতে তলানিতে বাণিজ্য। সীমান্ত বন্ধ করে দেওয়ায় বেড়েছে সমস্যা।