‘সুস্থ আছি’, টুইট করে জানাতে হলো অমিত শাহকে

0
1

“আমি সুস্থ আছি” ৷

পরিস্থিতি এমনই যে টুইট করে একথা বলতে হলো অমিত শাহকে৷

দেশের এই চরম সংকটকালে দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খোঁজ মিলছে না৷
সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, শাহ গুরুতর অসুস্থ৷ অনেকে আবার আশঙ্কা প্রকাশ করেন, শেষপর্যন্ত শাহও কি করোনা-আক্রান্ত?

অবশেষে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজ পাওয়া গিয়েছে৷ শাহ নিজেই টুইট করে বলেছেন যে তিনি সুস্থ আছেন এবং কোনও রোগে ভুগছেন না, তার স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক গুজব উড়িয়ে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “আমি এটা পরিষ্কার করতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনও রোগে ভুগছি না।”
55 বছর বয়সী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু লোক তার স্বাস্থ্যের বিষয়ে গুজব ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুর জন্য শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছেন”।