বিজেপির কুৎসিত হ্যাশ ট্যাগ, পাল্টা হ্যাশ ট্যাগে পার্থ লিখলেন ”ভাট বকছে বিজেপি”

0
1

করোনা সঙ্কটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘোর সঙ্কটে এবার শুরু হ্যাশ ট্যাগ লড়াই। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুরুটা করে বিজেপি। পাল্টা দেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে সব পোস্টে নতুন হ্যাশ ট্যাগ শুরু করেছে বিজেপি-” ভয় পেয়েছে মমতা।” সস্তা পাবলিসিটি পেতে গিয়ে গেরুয়া শিবিরের কুরুচিকর শ্লোগান। বিজেপির প্রায় সব নেতাদের টুইটে এটি দেখা যাচ্ছে।

তবে চুপ করে নেই শাসক পক্ষও। পার্থ চট্টোপাধ্যায় টুইটে লেখেন, “গঠনমূলক কাজের তো নামগন্ধ নেই, আছে খালি জাল খবর আর মিথ্যা অপপ্রচারে ভরসা”। ঠিক তার নিচেই তৃণমূল মহাসচিব হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, “ভাট বকছে বিজেপি”।