কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা! কী বললেন শিক্ষামন্ত্রী?

0
1

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও। যা পরিস্থিতি তাতে একটা বছরও নষ্ট হতে পারে, এমনই আশঙ্কা করছেন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। সেই জায়গা থেকেই

শুধু চূড়ান্ত সেমেস্টার বা বর্ষ নয়, মাঝের সেমেস্টার বা বর্ষ, যার পরীক্ষা এখন হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলিও নেওয়া হোক। প্রচলিত প্রথায় পরীক্ষা নেওয়া না গেলেও পড়ুয়াদের মান যাচাই বা মূল্যায়নের সুযোগ যেন থাকে, এমনই চাইছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ, শনিবার এই পরীক্ষা নিয়েই উপাচার্যদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ভিডিও বৈঠকে ছিলেন সমস্ত বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন, উচ্চশিক্ষা দফতরের ভাইস-চেয়ারম্যান মমতা রায় এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব। ভিডিও কনফারেন্সের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সমস্ত বিশ্ব বিদ্যালয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। উপাচার্যরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রস্তুত আছে। যেদিন কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলবে তার একমাসের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। কী পদ্ধতিতে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।”

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, “কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের হোস্টেলগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে। ইউজিসি’র গাইড লাইন মেনেই কাজ হবে। WHO-এর অনুমোদন পাওয়া কলকাতা বিশ্ব বিদ্যালয়ের পাঠানো কিট নিয়ে আমরা ধন্যবাদ জানিয়েছি। শিক্ষকরা, অশিক্ষক কর্মচারীরা এগিয়ে এসেছেন। অফলাইন-অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন সকলে। আশাকরি, লকডাউন মিটে গেলে সমস্ত কিছুই আগের মতো চলবে”।